বিরামপুর সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুূর জেলার বিরামপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২ আগস্ট বেলা ১১টায় বিরামপুর উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার নুসহাত তাসনিম আওনের সভাপতিত্বে, উপজেলা শিক্ষা অফিসার শমসের আলীর সঞ্চালনায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আবু তারেক সুপার কানিকাটাল দাখিল মাদ্রাসা, গোলজার হোসেন সুপার ভবানীপুর দাখিল মাদ্রাসা, শফিকুল ইসলাম প্রধান শিক্ষক বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, নজরুল ইসলাম প্রধান শিক্ষক কাটলা উচ্চ বিদ্যালয়, আরমান হোসেন বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ফারুকী আজম একইর উচ্চ বিদ্যালয় প্রমুখ।

মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত তাসনিম আমন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার মান রাখতে সকলের প্রতি নির্দেশ প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply