মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি
আজ শনিবার, বিরামপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ লক্ষ্যে বিরামপুর ঢাকা মহাসড়কের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করে।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান অন্তবর্তী কালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস এর কাছে মানুষ গড়ার কারিগর ১০ গ্রেড বাস্তবায়ন শিক্ষক সমাজের দাবি” বৈষম্য দূর করা হোক” প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ গ্রেডের যৌতিকতা দাবি বাস্তবায়নে ।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক( সম্মান) দ্বিতীয় বিভাগ, তাদেরকে ১৩ তম প্রদান করা হয়েছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠানের একজন ড্রাইভার তিনি (অষ্টম শ্রেণী পাস) তাকে দেওয়া হয়েছে ১২ তম গ্রেড, পুলিশের সাব-ইন্সপেক্টর (স্নাতক পাস) হাসপাতালে নার্স যোগ্যতা (এইচএসসি পাশ) কৃষি অফিসের উপসহকারী শিক্ষাগত যোগ্যতা (এইসএসসি পাস ) ইউনিয়ন পরিষদের সচিব শিক্ষাগত যোগ্যতা (এইচএসসি ) বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা (স্নাতক পাস ) পিটিআই সংলগ্ন পরীক্ষণ শিক্ষক শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) তাদের সকলকেই দেওয়া হয়েছে ১০ গ্রেড।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা স্নাতক পাস হওয়া সত্বেও তাদেরকে বৈষম্য করে দেওয়া হয়েছে ১৩ তম গ্রেড। তারা এইসব বৈষম্যের প্রতিকার চেয়ে দ্রুত মাননীয় প্রধান উপদেষ্টার দাবি জানান। ১০ গ্রেড বাস্তনে সমন্বয়ে পরিষদের সাথে মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ও দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, বক্তব্য রাখেন, মো : জাহিদুল ইসলাম মোঃ মাহফুজুর রহমান,মোঃ নূরে আলম সিদ্দিকী, আব্দুল করিম, শিমুল কুমার রায়, মোছা: রাবেয়া বেগম,মনজের আলী, মোঃ মিলন ইসলাম, আব্দুর রহিম সরকার।