নিজস্ব প্রতিনিধ
সম্প্রতি এমন একজনের নাম উঠে এসেছে অনুসন্ধানে গাজীপুরে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে ভুয়া স্বামী বানিয়ে বাসা ভাড়া নেয় তারপর হয় তার প্রতারণার নতুন রূপ বিভিন্ন কৌশল মেয়েটির নাম আজমিনা।
বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে বিভিন্ন ছেলেদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ভিডিও কলের মাধ্যমে এবং আকুতি মিনতি করে অনুগ্রহের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ শেরপুরের মেয়ে আজমিনা গাজীপুরে ওডেশা ফ্যাশন নামে একটা সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করে।
তা শুধু নামে মাত্র তার মূল পেশা হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া এর কৌশল হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে প্রবাসী ছেলেদেরকে বেশি টার্গেট করে।
গাজীপুর চৌরাস্তা বরকত সরণী একটি ভাড়া বাসায় থাকা অবস্থায়, রবি নামে একজন প্রবাসী ছেলের কাজ থেকে লক্ষ লক্ষ টাকা ছলা কলা দেখিয়ে হাতিয়ে নেয়, তাকে আশ্বস্ত করে দেশে আসলে বিয়ে করবে,।
এর আগে তার একাধিক বিয়ে হয়েছে তার একজন ছেলে সন্তানও আছে এই বিষয়গুলা অন্য কারো কাছে প্রকাশ করে না নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেয় কয়েক দিনের জন্য বিয়ে করে তারপরে সেই ছেলের কাছ থেকে সবকিছু হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায় ,এর আগে বরকত সরণী যেই বাসায় সাবলেট ভাড়া ছিল সেই বাসা থেকে তার সাথের ভাড়াটিয়ার কাছ থেকে কলা কৌশলে প্রায় এক লাখ টাকার মত নিয়ে নেয়
,তারপর সে বাসা থেকে পালিয়ে যায়, তারপর তাকে তার সাথের সেই ভাড়াটিয়া বেশ কিছুদিন খোঁজাখুঁজি করার পরেও গাজীপুরের চৌরাস্তা এলাকায় তাকে পাওয়া যায় বিভিন্ন তথ্য মাধ্যমে জানতে পারা যায় যে সে একটা বাসা দুই মাস বা তিন মাসের বেশি থাকে না,এর কারণ হলো এর প্রতারণা করে বাসায় থাকতে পারে না।
বাড়িওয়ালার নজরে কুদৃষ্টি আসলে তাকে বের করে দেয় ভিডিও কলের মাধ্যমে নগ্ন অবস্থায় শরীর দেখিয়ে টাকা ইনকাম করে এই প্রতারকদের কাছ থেকে সাবধান সকলের জেনে রাখা ভালো ভবিষ্যৎ আরো অনুসন্ধান তার কিছু তথ্য আসছে..