মানিক খান:-
গাজীপুর কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিম পাড়া আকসা মসজিদ সংলগ্ন রাস্তার পাশ থেকে মঙ্গলবার (৯জানুয়ারি) সকালে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর নাম আছিয়া বেগম(৩৪)। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চাকুরিয়া হাওল ভাঙ্গা এলাকার আমির হোসেনের মেয়ে।মরদেহে পরিচয় নিশ্চিত করেছেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর গাজীপুরের পুলিশ সুপার মো: মাকসুদের রহমান।তিনি বলেন, নিহতের আঙ্গুলের ছাপ ব্যবহার করে জাতীয় পরিচয় পত্র দিয়ে তার পরিচয় শনাক্ত করেছে। নিহতের গ্রামের ঠিকানায় পরিচয় যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা জানায়,গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিম পাড়া আকসা মসজিদের গলির ভিতরে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বাসার ময়লা ফেলতে গেলে ওই নারীর মরদেহ দেখতে পায়।পরে তিনি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে কোনাবাড়ী থানার পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এই নারীর গায়ে আকাশী রং এর জ্যাকেট পড়া ছিলো। জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জিয়াউল ইসলাম আরো বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯- এ ফোন পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাত পরিচয় হিসাবে নারীর লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট এবং পোশাকের বর্ণনা থেকে ধারণা করা হচ্ছে, গেল রাতে কোন এক সময় তাকে শারীরিকভাবে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে, হত্যাকারী পালিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে