ফুলবাড়িয়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবিতে মানববন্ধন-স্বরকলিপি 

মোঃ আকাশ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ-

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ মানববন্ধনের আয়োজন করেন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক ও মাদ্রাসা  শিক্ষা পরিবার।

গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় জেলার ফুলবাড়িয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ মাষ্টার।

হরেকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুর রহমান  সাইদ মাষ্টারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক  মোস্তাফিজুর রহমান বিএসসি,দিদারুল ইসলাম বাদশা, মোঃখলিলুর রহমান,আঃ রাজ্জাক, নিজাম উদ্দিন খান, আতিকুর রহমান খান,আকরাম হোসেন মল্লিক,র ই শামছ আল আসাদ সোহেল মাষ্টর,সুপার মিজানুর রহমান, আব্দুল হকসহ উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষ প্রধান শিক্ষক উপদেষ্টার বরাবর উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর মাধ্যমে স্মারক লিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রমুখ।

Leave a Reply