সৈয়দ সময় ,নেত্রকোণা :
২৯ অক্টোবর ২০২৪ইং রোজ মঙ্গলবার বিকেলে পূর্বধলা নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে নারায়ণডহর ছাত্রবন্ধু একাদশ বনাম নারায়ণডহর টাইগার একাদশ
প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত ফাইনাল খেলায় নারায়ণডহর টাইগার একাদশ ১-০ গোলে বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুক্তরাজ্য শাখার বিপ্লবী যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার- মওদুদ আহমেদ খান। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় ব্যাস্ত থাকতে ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেন। এতে স্বাস্থ্য ও মন ভালো থাকবে । লেখাপড়ায়ও মনোযোগ সহকারে করতে পারে বলেন , ব্যারিস্টার মওদুদ আহমেদ খান ।
খেলোয়াড়দের আগ্রহ দেখে মহতী উদ্যোগে খুশি হয়ে, ক্লাবের খেলোযারদের জন্য মওদুদ খান ফুটবল একাডেমী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধান অতিথি।
যুক্তরাজ্য বিএনপির এই নেতা বলেন,আমি ভবিষ্যৎ এ যদি এই পূর্বধলা বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাই,- তাহলে এই পূর্বধলা উপজেলার সার্বিক উন্নয়নে নিজেকে আত্ম নিয়োগ করবো। উক্ত ফুটবল ফাইনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা বিনিময় করেন পূর্বধলা উপজেলার মাটি ও মানুষের নেতা তরুণ প্রজন্মের আইডল ব্যারিস্টার মওদুদ খান।
উক্ত অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ও উপজেলা ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতা কর্মী সহ উৎসুক হাজারো মানুষ ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।