পূর্বধলায় ধলামূলগাও উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল , মাটি ভরাট ও একাডেমিক ভবন নির্মাণে শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীর জোর দাবি

 

সৈয়দ সময় , নেত্রকোনা:

শিক্ষা প্রসারে পূর্বধলা উপজেলায় ধলামূলগাও উচ্চ বিদ্যালয় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে । নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের
ধলামূলগাও গ্রামে বিদ্যালয় টি অবস্থিত।
১লা জানুয়ারি ১৯৬৮ সালে বিদ্যালয় টি
প্রতিষ্ঠিত হয় ।

শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসীর
জোর দাবির প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এই বিদ্যালয়ে প্রায় ৫০০ জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করছে । শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে নিয়মিত পাঠদানে শিক্ষক মন্ডলী
খুবই আন্তরিক ও দায়িত্বশীল । আমারা আনন্দের সাথে ক্লাস করছি ।

ধলামূলগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো,একলাছ মিয়া বলেন , এই স্কুলের ছাত্র ও এলাকাবাসী হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানের
প্রতি দায়িত্ব ও টান বেশি । সঠিক পাঠদান ও বিদ্যালয়ের উন্নয়নে আমি আত্ম তৃপ্তি পাই ।

আমাদের আরেকটি একাডেমিক ভবন , সীমানা দেয়ালসহ মাঠে মাটি ভরাট একান্ত প্রয়োজন ।এসএসসি.পরিক্ষায় পাশের হার
প্রায় শতভাগ । সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি,উযেন দ্রুত বাউন্ডারি দেয়াল ও মাঠে মাটি ভরাট করে স্কুলের
মানোন্নয়নে করে পাঠ গ্রহণে শিক্ষার্থীদের
উৎসাহিত করবেন।

বিদ্যালয়ের ভূমিদাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বলেন , বিদ্যালয় সংলগ্ন রাস্তাটির প্রস্থ বাড়িয়ে সংস্কার করা জরুরী। শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে
রাস্তা নির্মাণসহ বাউন্ডারি ওয়াল নির্মাণের
দাবি জানাই । বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ঠাকুর ও বর্তমান প্রধান শিক্ষক একলাস মিয়ার অদম্য চেষ্টায় শিক্ষার
মান বজায় রেখে চলছে ।

বিদ্যালয়ের শিক্ষক মো , কামাল বলেন , মাঠে মাটি ভরাট করে সমান
করে দিলে ছেলে মেয়েরা খেলাধূলা করতে পারত ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ইউপি. মেম্বার মো, রেজাউল করিম মনি
জানান , এই অঞ্চলের শিক্ষা গ্রহণের জন্য ধলামূলগাও উচ্চ বিদ্যালয়ের যথেষ্ট সুনাম অর্জন আছে । বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য জরুরিভিত্তিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি ।

শতাধিক অভিভাবক ও এলাকাবাসীর বর্তমান সরকারের নিকট প্রাণের দাবি
ধলামূলগাও উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন , মাঠে মাটি ভরাট ও বাউন্ডারি দেয়াল নির্মাণে দ্রুত ব্যবস্থার কার্যকর করা । এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা জেলা শিক্ষা কর্মকর্তা মো, জোনায়েদ ছাইদ বলেন , নিয়মানুযায়ী বিদ‌্যালয়টি ভিজিট করব এবং ধলামূলগাও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও উন্নয়নে ব্যাবস্থা করতে সহায়তা করতে চেষ্টা করব ।

Leave a Reply