মোঃ মুজাহিদুল ইসলামঃ
গাজীপুর মহানগরীর পূবাইলে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ড পূবাইল থানাধীন মেঘডুবি এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারির মোঃ হাবিবুল্লাহ (৩৫)। তিনি পূবাইল থানার মেঘডুবি (পশ্চিম পাড়া) এলাকার মৃত হাছেন উদ্দিনের ছেলে।পূবাইল থানা চৌকস পুলিশ অফিসার এসআই মোঃ নাছির উদ্দিন ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ ডিউটি করা কালিন গোপন সংবাদের ভিত্তিতে রাতে মেঘডুবি হাবিবুল্লার নীজ বাড়ির সামনে থেকে তাকে আটক করে।পরে তার দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত হাফপ্যান্টের ডান পকেটে রক্ষিত একটি সাদা পলি জিপারের ভিতরে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পূবাইল থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম বলেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। আমার অত্র থানা এলাকায় মাদক, চুরি,ডাকাতি, ছিনতাই এবং চুরাই মালামাল ক্রয় বিক্রয় সহ যে কোন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।