মোঃ হাফিজার রহমান পীরগাছা রংপুর প্রতিনিধি:
“সব এনজিওর শীর্ষে ব্র্যাক আছে এগিয়ে ” এই প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন ব্র্যাক মাইগ্রেশনের প্রকল্পের কর্মীরা।
এরই ধারাবাহিকতায় রংপুরের পীরগাছায় ২৫শে সেপ্টেম্বর (প্রত্যাশা -২) প্রকল্প ব্র্যাকমাইগ্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্প প্রবাসবন্ধু ফোরাম ত্রৈমাসিক সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর ইউ পি সদস্য মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, এম আর এস সি রংপুর সদর সাইকোসোশ্যাল কাউন্সেলর খাদিজাতুল কোবরা, পীরগাছা উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার ফারজানা ইয়াসমিন, কাউনিয়া উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মেঃ মোকাররম হোসেন।
পীরগাছা উপজেলা ব্র্যাকমাইগ্রেশন প্রোগ্রাম প্রবাসবন্ধু ফোরামের সভাপতি সহ সকল সদস্য বৃন্দ ও ৯ ইউনিয়নের সকল ভোলানটিয়ার বৃন্দ
সেখানে উপস্থিত ছিলেন।
(প্রত্যাশা ২) প্রকল্প ব্র্যাকমাইগ্রেশনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্থ ৬ জনকে গরু- ছাগল, অটো এবং চন্ডিপুরে মালেকা নামে এক মহিলাকে,ব্যাবসার জন্য কাপড় কিনে দিয়ে সাবলম্বী করার তথ্য পাওয়া গেছে।
ব্র্যাকমাইগ্রেশন প্রকল্প সবসময় ব্যর্থ বিদেশ-ফেরতদের ও বিদেশ যেতে ইচ্ছুকদের জন্য সুপরামর্শ ও সহযোগিতা দানে সবসময়ই এগিয়ে যাচ্ছেন। ব্রাকমাইগ্রেশন প্রকল্পের কর্মীরা জানিয়েছেন সবসময়ই তারা বিদেশ ফেরত ক্ষতিগ্রস্থদের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।