পিরোজপুর প্রতিনিধি:
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা মোতাবেক সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। এ সময় ১০৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ।
তিনি জানান, ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সঙ্গে ১০৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণ বিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।