পল্লী মঙ্গল কর্মসুচীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

গাজীপুর প্রতিনিধি:

পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) নামে একটি স্বাস্থ্যসেবা সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে দুইদিন ব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাজধানীর উত্তরা এলাকায় এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

এসময় প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থসেবা গ্রহন করেন। এসময় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেন ডাঃ মেহেদী হাসান। প্রতিষ্ঠানের প্রোগ্রাম ইনচার্জ ডাঃ খায়রুল বাসার বলেন, পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) এর উদ্যোগে চলমান স্বাস্থ্যসেবা কর্মসুচীর মাধ্যমে প্রথম দিনে প্রায় ৫ শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষুধ ও চশমা প্রদান করা হয়েছে। আমাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম সারা দেশে চলমান আছে।

ভবিষ্যতেও বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম ও ওষুধ সরবরাহ চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসুচীর এড়িয়া প্রোগ্রাম ম্যানেজার নবাব আলী, উত্তরা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান, জোনাল হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শোয়েব মাহমুদ সাইফুদ্দিন, উত্তরা শাখার হিসাব রক্ষক আসমা আক্তার প্রমূখ।

Leave a Reply