দুমকি উপজেলা(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পবিপ্রবি) “জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন” শীর্ষক অফিস সহায়কদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় কৃষি কনফারেন্স কক্ষে আইকিউএসি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
আইকিউএসি’র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুদ। কর্মশালায় অফিস সহায়ক এবং তৎগ্রেডের প্রায় ৬০ (ষাট) জন কর্মচারী অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তৃতায় নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, প্রত্যেকর জীবনেই প্রশিক্ষণের আবশ্যকতা রয়েছে। প্রশিক্ষণ প্রত্যেকটা মানুষকে কর্মক্ষেত্রে উন্নত করে তোলে। প্রশিক্ষণ কর্মজীবিদের সুপ্ত প্রতিভা বিকশিত করে।
আইকিউএসি নিয়ে আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সকলে যার যার কর্মঘন্টার মধ্যে সামর্থ্যরে সবটুকু দিয়ে কাজ করলে খুব অল্প দিনেই আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেবে পবিপ্রবি। ভাইস-চ্যান্সেলর তার বক্তৃতায় আরও বলেন, সহ¯্রাধিক শহীদের প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেজন্য এটা কোনভাবেই ¤øান হতে দিতে পারিনা। তিনি সকলকে যার যার অবস্থান থেকে সততা, ন্যায়পরায়নতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান। এছাড়া সর্বত্র ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখারও উদাত্ত আহবান জানিয়েছেন তিনি।