পটুয়াখালী ভার্সিটিতে, আন্ত:অনুষদীয় ফুটবলে চ্যাম্পিয়ন কৃষি অনুষদ


দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনালে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদকে (এএনএসভিএম) ১-০ গোলে হারিয়ে ২০২৪ আসরের চ্যাম্পিয়ন হয়েছে কৃষি অনুষদ।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এএনএসভিএম অনুষদ এবং কৃষি অনুষদ।

খেলার প্রথমার্ধে কিছুটা আক্রমণাত্মক ছিল এএনএসভিএম তবুও গোল করতে পারেনি কোন দল। বিরতির পর আক্রমণে আসে কৃষি অনুষদ। আক্রমণ ও পাল্টা আক্রমনে ফ্রি কিক থেকে কৃষি অনুষদের নাইম গোল দিয়ে কৃষি অনুষদকে ১-০ গোলে অসাধারণ এক জয় তুলে দেয়।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলকে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ।
এসময় বিজয়ী ও রানার আপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খেলার মানকে কীভাবে আরো উন্নত করা যায় সে চেষ্টা সবসময় চলমান। খেলাকে কেন্দ্র করে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে৷

তিনি আরো বলেন, খেলা হলো ভ্রাতৃত্বের, খেলা হলো পরস্পরের প্রতি সহমর্মিতার৷ খেলাধুলা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। খেলায় জয় পরাজয় কোনো বিষয় না। অংশগ্রহণই মূখ্য বিষয়। কেউ বিজিত নয় সকলেই বিজেতা। এটা নিয়ে মন খারাপ করা যাবে না৷ তোমরা সকলেই বন্ধু, কেও বড় ভাই কেও ছোট ভাই, আবার কেউ সিনিয়র৷ তোমরা সবসময় পরস্পরের প্রতি সহমর্মিতা বজায় রাখবে।

পবিপ্রবি আন্ত:অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সদস্য সচিব মোঃ আবু হানিফ এর সঞ্চালনায় এবং অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের
উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মোঃ আবদুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড মোঃ মামুন অর রশিদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, বিবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো, ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর ছিদ্দিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাসহ বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এবারের আসরের ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন কৃষি অনুষদের নাইম। সর্বোচ্চ গোলদাতা এবং এই আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন এএনএসভিএম অনুষদের আমিন। সেরা গোলকিপার এর পুরষ্কার জিতেছেন কৃষি অনুষদের মিশুক ।

Leave a Reply