পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:-
পটিয়া প্রেস ক্লাবের সাধারণ ও কার্যকরী কমিটির এক যৌথসভা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট গবেষক এসএমএকে জাহাঙ্গীর (দৈনিক ভোরের কাগজ) এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা (কালবেলা, চট্রগ্রাম মঞ্চ, দক্ষিণ চট্রলা) সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবদুর রাজ্জাক (প্রথম আলো) , যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী (দৈনিক জনতা-দৈনিক ইনফো বাংলা),ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আহমদ উল্লাহ (দৈনিক সমকাল) প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিউল আজম (দৈনিক আজাদী), দপ্তর সম্পাদক।
রবিউল আলম ছোটন (দৈনিক পূর্বকোণ), কার্যনির্বাহী সদস্য নুর হোসেন (দৈনিক ইনকিলাব),আবেদুজ্জমান আমিরি দৈনিক যুগান্তর, পূর্বদেশ) কামরুল ইসলাম (দৈনিক নতুন বাংলাদেশ),ফারুকুর রহমান বিন্জু (দৈনিক আমাদের অর্থনীতি), সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন, এস এম রহমান (দৈনিক নয়া দিগন্ত), সুজিত দত্ত (দৈনিক আমাদের সময়), মো: শাহজাহান চৌধুরী (দৈনিক মানবজমিন), ওবায়দুল হক পিবলু (মানবকণ্ঠ/সি-প্লাস)তাপস দে আকাশ (বিজয় টিভি) এস এম জুয়েল( দৈনিক আমার বার্তা) কাউসার আলম( দৈনিক কালের কন্ঠ) আবদুল্লাহ আল নোমান (দৈনিক সময়ের কাগজ ) প্রমূখ।
সভায় দেশের সামগ্রিক পরিস্থিতিতে দেশ ও জাতির স্বার্থে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বক্তারা বলেন,সাংবাদিকরা কোন দল মত বা পক্ষের নয়, সবার মূখপাত্র। সেই হিসেবে পেশাদার সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ দেশ ও জাতির কল্যাণে আত্ম নিবেদিত হতে হবে।
তারা আরো বলেন, পটিয়া প্রেস ক্লাব তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত।গুটিকয়েক স্বার্থান্বেষী ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করার কুমানসে গঠনতন্ত্র লঙ্ঘন করে ক্লাবের সদস্য নয় এমন কয়েকজন বহিরাগত নিয়ে বেআইনি কথিত কমিটি
সংক্রান্তে অপপ্রচার করায় তাদেরকে সংগঠন থেকে বিধি মোতাবেক স্থায়ী ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন তারা এক ব্যাক্তিকে ভারপ্রাপ্ত সভাপতির কথা বলে অপপ্রচার চালাচ্ছেন।তিনি বিগত ২৫ জুলাই সেচ্ছায় ক্লাব থেকে পদত্যাগ করেছিলেন।
তা তৎকালীন সভাপতির মাধ্যমে গৃহিত হয়ে ও বিধি মোতাবেক ক্লাবের সভায় উপস্থাপিত হলে সর্ব সম্মত ভাবে গৃহিত হয়। পরে তার কৃতকর্মের কারণে সদস্য পদ ও স্থগিত হয়ে যায় । তিনি বা তারা পটিয়া প্রেস ক্লাবের কেউ নন। শুধুমাত্র জনমনে বিভ্রান্তি ছড়াতে ও ব্যাক্তিস্বার্থ চরিতার্থ করতে প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপতৎপরতা চলাচ্ছেন প্রেস ক্লাব বিরোধী এ মহল।
এতে সভাপতির বক্তব্যে এসএমএকে জাহাঙ্গীর সব ধরনের ষড়যন্ত্র উপেক্ষা করে, গায়ে মানে না আপনি মোড়ল সংস্কৃতির
বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ
থেকে সব মানুষের আশা ভরসার শেষ ঠিকানা পটিয়া প্রেস ক্লাবকে তার গৌরব ও ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় এগিয়ে নেওয়ার আহবান জানান। পরে এতে
এ ব্যাপারে পটিয়ার সর্বস্তরের সচেতন মহলের সুদৃষ্টি কামনা করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পটিয়ার সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও পোস্ট দিয়ে শিষ্টাচার বহির্ভূত কাজ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় ।