পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি মোহাম্মদ আলীর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যগণ।
গতকাল (১৮ ডিসেম্বর) পটিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ আলীর ভাগিনা মো. সেকান্দর আলী। এসময় মোহাম্মদ আলী স্ত্রী ও দুই কন্যাসহ পরিবারের প্রায় ৭ জন সদস্য উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে সেকান্দর আলী জানান, মোহাম্মদ আলীর চাচাতো ভাই নুরুল ইসলামের সাথে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৫ নভেম্বর পটিয়া ষ্টেশন রোডস্থ সাবেত্রী হোটেল এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এঘটনায় মোহাম্মদ আলীর ভাতিজা মো. জালাল উদ্দিন চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিছ মামলা দায়ের করেন। এরপ্রেক্ষিতে আদালত পটিয়া থানা ও সহকারী কমিশনার ভূমিকে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এদিকে প্রতিপক্ষের লোকজন এতে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলীর পরিবারের ৭ জনের বিরুদ্ধে একটি মিথ্যা চাদাবাঁজি মামলা দায়ের করেন। এছাড়া বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। মিথ্যা ও হয়ারনি মূলক এ মামলার সঠিক তদন্ত চান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কামরুন নাহার, সমিহা আলী, নেহা আলী, মো. গোলাম আজিম, মো. সেকান্দর আলী, মো. জালাল উদ্দিন ও মোহাম্মদুল হক।
এ ব্যপারে নুরুল ইসলাম জানান, পটিয়া ষ্টেশন রোডে সাবিত্রী হোটেল দোকানটি নির্মান করে প্রায় ৫০ বছর ধরে আমাদের ভোগ দখলে রয়েছে। ভাড়াটিয়া আমাদের ভাড়া দিয়ে আসছে। মো. আলী পরিবারের পক্ষে ৮ শতক জায়গা বিক্রয় করার পর অবশিষ্ট অংশ পটিয়া থানার হাটে অধিগ্রহন হয়ে যায়। বর্তমানে সেখানে মো. আলী পরিবারের কোন জায়গা নেই, অহেতুক টাকা দাবিসহ বিভিন্ন গন্ডগোল করছে। যার কারনে আমরা মামলা করেছি।