পটিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়ায় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়ার নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বর্ণাঢ্য র‌্যালীটি পটিয়া ইন্দ্রপুলস্থ বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় নেতাকর্মীরা ঢোল তবলা ও বাদ্য বাজনা বাজিয়ে এবং ¯েøাগানে ¯েøাগানে রাজপথ মাতিয়ে তুলেন।

র‌্যালী শেষে নেতাকর্মী উপজেলা পরিষদ সম্মূখে স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান এবং বায়তুশ শরফ মাদ্রাসায় শহীদ রাষ্ট্রপতি জিয়ারউর রহমান এবং মহান মুক্তিযোদ্ধে নিহত বীর শহীদদের জন্য দোয়া মাহফিল ও তবারুক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর আলম, মোঃ নাছির উদ্দিন, কলিম উল্লাহ চৌধুরী,

উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এস এম সুমন, নাছির উদ্দিন, বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, জাফর আহমদ ফারুকী, নুরুল আমিন মধু, মোহাম্মদ শওকত, শাহ্ আলম, মো: নাজমুন, মাহবুব আলম মেম্বার, মোহাম্মদ মামুন, মো: শাহজাহান মধু, শফিকুল আলম, মো: ফারুক, মামুন শিকদার, মঈন উদ্দিন, আক্তার হোসেন, এম এ রুবেল, মামুনুর রশীদ খুলু প্রমূখ।

Leave a Reply