পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
মাইজভান্ডারি গাউসীয়া হক কমিটির পটিয়া পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ দিদারুল আলম শিশু খেলোয়াড়দের মাঝে ফুটবল উপহার প্রদান করেন। ১৩ ডিসেম্বর শুক্রবার বিকালে পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নে নাইখাইন গ্রামে শিশু একাডেমি
ফুটবল দলকে ফুটবল উপহার দিয়ে খেলাধুলার মাধ্যমে নিজের শরীর মন সুস্থ জীবন যাপন করার উৎসাহ উদ্দীপনা দেন দিদারুল আলম।
এসময় সমাজ সেবক দিদারুল আলম বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাই সুস্থ শরীর মন ভালো রাখার জন্য লেখা পড়ার পাশাপাশি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।