পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের পটিয়ায় মেলা বিরোধী বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার রাতে ছবুর রোড়,ষ্টেশন রোড়, ক্লাব রোড়, আদালত রোড় ও থানার মোড় সংলগ্ন মার্কেটসহম সকল ব্যাবসায়িয়ের আয়োজিত মেলা বিরোধী বৈঠক ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলম প্লাজা ব্যাবসায়ি কল্যাণ সমিতির সভাপতি
মোহাম্মদ আজগর।
একে আর মার্কেট ব্যাবসায়ি কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক আলমগীর আলম এর এর পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্ আমির মার্কেট এর সভাপতি কামাল উদ্দীন, মুসলিম উদ্দীন, ছবুর রোড় ব্যাবসায়ি কল্যাণ সমিতির সভাপতি আবু সিদ্দিক, মোহাম্মদ ইছহাক,মোহাম্মদ জামাল, মোহাম্মদ ইয়াকুব, গাজী আমির, সাকওয়াত হোসেন, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ মনজুর, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ জেকসন, মোহাম্মদ আরফাত মোহাম্মদ জুবায়ের, আবদুল গফুর প্রমুখ।
সভায় ব্যাবসায়ি নেতৃবৃন্দ কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন বিগত কয়েক বছর ধরে একটি স্বার্থনেশি মহল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটিয়া পৌর সদরে বিভিন্ন জায়গায় মেলা বসিয়ে পটিয়ার প্রকৃত ব্যাবসায়িদের পেটে লাথি মারেন। এবার তা হতে দেবে না, যেকোনো কিছুর বিনিময়ে মেলা বন্ধ করা হবে। সারাবছরে পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরের সময় একটি মহল পটিয়ার প্রকৃত ব্যাবসায়িদের ক্ষতি করে মেলা বসিয়ে। উক্ত মেলা নামে সিন্ডিকেট বানিজ্য ফলে পটিয়ার আপামর জনসাধারণ সহ ব্যাবসায়িদের ক্ষতি হয়। পটিয়ার ব্যাবসায়ি সমাজ এবার মেলা বন্ধ করার আহবান জানান অন্যতাই তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলে মেলা বন্ধ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।