পটিয়া পূর্বডেঙ্গাপাড়া বসতভিটা দখল  পাঁয়তারার অভিযোগ 

নিজস্ব সংবাদদাতা:

পটিয়া উপজেলার  দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন ৭নং ওয়ার্ড মনির আহমদ সদাগরের বাড়ির মরহুম আব্দুস সবুরের পুত্র মোহাম্মদ জামাল উদ্দিন নামে এক ব্যাক্তির জায়গা জবর দখল করার পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। 

এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ জামাল উদ্দিন বাদী হয়ে একই এলাকার মোহাম্মদ লিটন বিরুদ্ধে গত শনিবার পটিয়া  থানায় অভিযোগ দায়ের করেছে। পটিয়া থানার দায়েলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, জামাল উদ্দিনের সাথে প্রতিবেশি  মোহাম্মদ লিটন গঙ্গের মধ্যে

বিরোধ চলে আসছিল।  বর্ণিত বাদী  জামাল উদ্দিনের চাচাতাে ভাই হলেও প্রতি পক্ষরা  সে হ মামলাবাজ, অত্যাচারী, অপরের স্বত্ব হরণকারী সহ বিভিন্ন  অপকর্ম করার তাহাদের নেশা পেশা। এর ধারাবাহিকতায় গত  ছয় মাস পূর্বে আমাদের চাচাতা জেঠাতে ভাই এবং চাচা জেঠা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমাদের মৌরশীয় জায়গা পরিমাপ করিয়া স্ব-স্ব প্রাপ্ত জায়গা বুঝিয়ে নিয়ে ভােগ দখলরত ছিল।

কিন্তু   বিবাদীগণ আমার ও আমার ভাইবােনদের মৌরশীয় নিম্ম তপশীলোক্ত ভােগ দখলীয় জায়গা দখল করার জন্য নানানভাবে  পায়তারা করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ সুএে প্রকাশ।  এ ছাড়াও  বিবাদী তাহার প্রাপ্তা জায়গা নিজেদের দখলে রাখিয়া  বিভিন্ন অজুহাত তুলে বাদীর প্রাপ্য অংশ  দখল করার জন্য  হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছেন বলে বাদী অভিযোগ করেন।

এনিয়ে বিগত সময়ে স্থানীয়ভাবে বৈঠক করে  এবং  বৈঠকে সিদ্ধা্ত অমান্য করে।

 এর  ধারাবাহিকতায় আমার চাচা, জেঠা ও চাচাতাে ভাইদের সম্মতিক্রমে ২৩/০৮/২০২৪ইং তারিখ দুপুর অনুমান ২.০০ ঘটিকার সময় নিম্ম তপশীলোেক্ত জায়গায় ইট, সিমেন্ট, রড, বালি মজুদ করে গুহ নির্মাণ কাজ করার সময় বর্ণিত বিবাদীগণ বেআইনী জনতাবদ্ধে দেশীয় অন্ত্র সন্ত্রে সজ্জিত হয়ে  নির্মাণ কাজে বাধা প্রদান করে।  

কিন্তু প্রতিপক্ষ বিবাদী মোহাম্মদ লিটন উক্ত বিরোধীয় জায়গায় অনাধিকার প্রবেশ করে জায়গা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালান বলে জামাল উদ্দিন প্রতিকার প্রার্থনা করে থানায় অভিযোগ দায়ের করেন। সে এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। ওসি তদন্ত আবদুর রহিম সরকার জানান, এ বিষয় থানায় একটি অভিযোগ দায়ে হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Leave a Reply