পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রামের পটিয়ায় বিষধর সাপের কামড়ে অর্পি সর্দ্দার (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে বোয়ালখালী উপজেলার আহল্লা ধলঘাট (পটিয়া উপজেলার সীমান্তবর্তী ধলঘাট বুড়া কালি বাড়ির পিছনে) এলাকায় এ ঘটনা ঘটে। অর্পি ধলঘাট শ্রীশ্রী বুড়াকালী বিগ্রহ মন্দিরের ঢাক বাদক দয়াল সর্দ্দারের বড় মেয়ে। সে পটিয়া উপজেলার ধলঘাট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।
অর্পির মা সুমি সর্দ্দার বলেন, প্রতিদিনের মতো গতকাল রাত ১০ টার দিকে আমি ও আমার মেয়ে অর্পি শয়নকক্ষের খাটের ওপর শুয়ে পড়ি। রাত ১১ টার দিকে হঠাৎ বিষধর সাপ কামড় দিলে অর্পি চিৎকার করে ওঠে। পরে অনেক খুঁজেও সাপটির কোনো সন্ধান পাইনি। পরে আমার মেয়ে শরীর জ্বালাপোড়া করছে বলে বমি করতে থাকে। এ অবস্থায় রাতেই তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। দ্রুত আমরা তাকে চমেক হাসপাতালে নিলে চিকিৎসকেরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন।