পটিয়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ ও চেক বিতরণ

 

পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি:-

পটিয়ায় ৯ জন প্রতিবন্ধী শিশুর মাঝে আইজিএ চেক ও ১৭ জন ডাউন সিনড্রোম শিশুর মাঝে ঔষধসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। নওজোয়ান পরিচালিত লিলিয়ানী ফাউন্ডেশন ও সিডিডি এর আর্থিক সহায়তায় চাইল্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রামের আওতায় প্রতিবন্ধীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিইপি প্রকল্পের প্রোগ্রাম ফেকাল বিক্রমজিৎ মিত্রের সঞ্চালনায় অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও পূর্বকোণ প্রতিনিধি রবিউল আলম ছোটন, নওজোয়ানের কর্মকর্তা নিলুফার জাহান কুমু, মো: শাহাজামাল বিদ্যুৎ, কনিকা বিশ্বাস, অনজনা দত্ত ও শ্রাবনী চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পটিয়া উপজেলার ২৮৬ জন প্রতিবন্ধী শিশুকে নিয়ে দীর্ঘদিন। ধরে কাজ করে আসছে নওজোয়ান। এর ধারাবাহিকতায় নওজোয়ান লিলিয়ানী ফাউন্ডেশন ও সিডিডি এর আর্থিক সহায়তায় এ কার্যক্রম ইতিমধ্যে প্রসংশিত হয়েছে। বক্তারা আরোও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অংশ। তাদেরকে বাদ দিয়ে সমাজের সার্বিক উন্নয়ণ সম্ভব নয়। তাদের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

Leave a Reply