নেত্রকোনায় ৭৫ জন পাট চাষীদের মাঝে পাট চাষী প্রশিক্ষণ – ২০২৪ অনুষ্ঠিত

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

সোনালী আঁশের সোনার দেশ – পরিবেশ বান্ধব বাংলাদেশ , বাংলার পাট বিশ্বমাত ”
এই প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে ,
আজ সকালে নেত্রকোনা সদর উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও সদর পাট অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে
পাট চাষী প্রশিক্ষণ ২০২৪ ।

নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এর সভাপতিত্বে ও সদর পাট কর্মকর্তা সুজিত গোস্বামী পরিচালনায়
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট অধিদপ্তরের উপ প্রকল্প -পরিচালক, উপ-সচিব সৈয়দ ফারুক আহম্মদ । তাতে ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করে।

প্রশিক্ষানুষ্ঠানে সম্মানিত অতিথি ও প্রশিক্ষক হিসেবে ছিলেন, নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান , জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শাওমি রানী দেও , জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান নোমানী , উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাখি পোদ্দার , সদর পাট উন্নয়ন কর্মকর্তা সুজিত গোস্বামী।

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ ( ১ম সংশোধিত )
প্রকল্পভুক্ত পাটবীজ উৎপাদনে সরকার সহায়তা প্রদান করে যাচ্ছে বলে জানান প্রধান অতিথি পাট অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ । তিনি আরো বলেন,
আমাদের বীজ আমরাই উৎপাদন করব ।

পরিবেশ বিপর্যয়ের মুখে ফেলছে পলিথিন এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ।তাই আগামী প্রজন্ম ও দেশ কে ভালোবেসে পলিথিন বর্জন করে পাট অধিদপ্তরের ১৯ টি পণ্য ব্যবহার করতে সকল কে আহবান জানান ।

পাটের হারিয়ে যাওয়া সোনালী দিনে ফিরে যেতে প্রযুক্তি নির্ভর উন্নত পাট বীজ ও পাট উৎপাদনে আমাদের এগিয়ে আসতে হবে।


পাট শাক , আঁশ , পাটখড়ি সব কিছুই উপকারে আসে । এমনকি পাটের অব্যবহারিত উচ্ছিষ্ট অংশও মাটির জৈব সারের কাজ করে । এছাড়া অন্যান্য ফসলের চেয়ে পাটের সোনালী আঁশ দামও বেশি পাওয়া যায় । প্রশিক্ষণের শেষে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ ৮১৫/- টাকা ও ০১টি করে পাটের ব্যাগ প্রদান করা হয় ।

Leave a Reply