নেত্রকোনায় মাধ্যমিক পর্যায়ে ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত “

সৈয়দ সময় , নেত্রকোনা :

সুস্থ দেহে সুন্দর মন । জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি ,নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আজ স্থানীয় দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক পর্যায়ে ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা , পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান ।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায় , জেলা পর্যায়ে নেত্রকোনায় ১৪ অক্টোবর থেকে ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে আজ কাবাডি খেলা শেষে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দাবা , সাঁতার ও কাবাডি এই তিনটি ইভেন্টে নেত্রকোনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে দাবা , সদর উপজেলা পুকুরে সাঁতার ও দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি খেলা প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণী ও সমাপনী মাধ্যমে জেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয় । এতে জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়ামোদী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

জেলা শিক্ষা অফিসার জুবায়ের ছাঈদ এর সভাপতিত্বে ও নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনূর কবির মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস । বিশেষ অতিথিগণ ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) শামীমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার ।

প্রতিযোগিতায় ইভেন্টের আহ্বায়কের দায়িত্বে
ছিলেন দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান ও সদরের এম এ হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন , পড়াশোনার পাশাপাশি শরীর ও মন কে সুস্থ রাখতে ছাত্র ছাত্রীদের সঠিক নিয়মে খেলাধূলা করতে হবে
। তাতে শরীর মন সুস্থ সুন্দর সতেজ থাকবে।
তিনি পড়ালেখা, খেলাধূলা ও কাছে মনোযোগী ধরে রাখতে ছাত্র ছাত্রীদের তাগিদ দেন । মেয়েদের অংশগ্রহণ আগ্রহ দেখে , নেত্রকোনার ছেলে মেয়েরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরব অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) শামীমা ইসলাম , জেলা শিক্ষা অফিসার জুবায়ের ছাঈদ , দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো মজিবুর রহমান প্রমুখ । অনুষ্ঠানে
সদরের লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তার , বড়ওয়ারী
উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও রেফারি নাসির উদ্দিন খান , দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম খোকন , আটাপাড়ার কৈলং শেখ বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল কালাম আজাদ , ইকরাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো , শহীদুল আলম , নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল করিম সহ অন্যান্যরা।
কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বালক দলে নেত্রকোনা সদরের দত্ত উচ্চ বিদ্যালয় ও
বালিকা দলে লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয় । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস ।

Leave a Reply