” নেত্রকোনায় পূজামন্ডপে আর্থিক অনুদান – সিসি ক্যামেরা প্রদান করেন সাবেক যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি ‘

সৈয়দ সময় , নেত্রকোনা :

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নেত্রকোণা পৌর শহরের ৫৭টি পূজা মন্ডপে জোরেশোরে চলছে পূজা উদযাপনের প্রস্তুতি।

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আজ দুপুরে নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদানসহ বারটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা বিতরণ করেছেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

এসময় তিনি নেত্রকোনা সাতপাই কালিবাড়ি মন্দির, পালপাড়ায দুর্গা মন্দির, সাতাই নদীর পাড় একতা সংঘ কালী মন্দির ও ছোট বাজার, বড় বাজার পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে নির্বিঘ্নে পূজা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে মত বিনিময় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন
নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি গাফফার ঠাকুর তুলন,পৌর বিএনপি নেতা আফাজ উদ্দিন খান চন্দন,মীর ইশতিয়াক আহমেদ মিটু সহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।

আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, সাম্প্রদায়িক সম্পৃতির জেলা নেত্রকোণায় আমরা বিশৃঙ্খলা চাই না। জেলার সম্প্রতি রক্ষায় বিএনপি যুবদল সব সময় প্রস্তুত রয়েছে।

Leave a Reply