সৈয়দ সময় ,নেত্রকোনা :
বসতঘর ও সীমানা দেয়ালের উপর ঝুঁকিপূর্ণ গাছ । যে কোন মুহূর্তে ভেঙে দুর্ঘটনাঘটে জানমালের সমূহ ক্ষতি হতে পারে । সীমানা দেয়াল ভেঙে অবৈধ অনুপ্রবেশের পাঁয়তারা করছে দুর্বৃত্তরা। ঘটনা টি ঘটেছে নেত্রকোনা জেলা শহরের পৌর জয়নগর এলাকায়।
নেত্রকোনা পৌরসভায় ২৮ নভেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যাপক নরেশ চন্দ্র সাহা। সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে ।
ঝুঁকিপূর্ণ গাছটি যে কোন মুহূর্তে ভেঙে বসতঘর ও সীমানা দেয়াল ভেঙে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে , মিমাংসিত বিষয় নিয়ে একই এলাকার মৃত বিমল চন্দ্র সাহার ছেলে প্রাণ কৃষ্ণ সাহা ও মৃত দীপক চন্দ্র সাহার ছেলে নান্টু সাহা কিছু সংখ্যক কুচক্রী মহলের সহযোগিতায় দীর্ঘ দিন ধরে এই অনৈতিক কাজ করে যাচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে প্রাণ কৃষ্ণ বলেন , আমার বাবা জীবিত অবস্থায় এই বিষয়ে মিমাংসা করে গেছেন । প্রস্তুতি নিয়ে ঝুঁকিপূর্ণ গাছ টি কেটে ফেলব ।
নান্টু সাহার ঘরের চাল ও পানির ট্যাংক ভূক্তভোগীর সীমানা দেয়ালের উপর রয়েছে।যা বাসা বাড়ি করার পৌরসভার আইনের পরিপন্থী । নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান, মিমাংসিত বিষয় টি মিটিয়ে ফেলা উচিত। এ পরিস্থিতি নষ্ট করা ঠিক হচ্ছে না । দুর্বৃত্তদের দমন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পৌর কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করছি ।