নিত্যপণ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে ক্যাবের মানববন্ধন

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে ০২ নভেম্বর-২০২৪ ইং তারিখ রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় আলু, পিঁয়াজ ও খোলা সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ক্যাব কর্তৃক আজ ঝালকাঠি প্রেস ক্লাবের সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব ঝালকাঠি জেলার সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ। বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সরকারের নিকট দাবি করছি সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয়সীমার মধ্যে রাখার জন্য।

এই সরকার ক্ষমতা গ্রহণের পর সক্রিয় সিন্ডিকেটের কারণে পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। নিত্যদরকারী পণ্যমূল্য দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সামনে রমজান, রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা করতে হবে। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। ইতোমধ্যে ক্যাব ঝালকাঠি কর্তৃক সুলভ মূল্যের দোকান চালু করেছি, ব্যবসায়ীরা আমাদের দোকানে প্রয়োজনীয় পণ্য ঠিকভাবে সরবরাহ করে না, তাই ভোক্তাকে চাহিদা মতো দিতে পারি না। বক্তারা আরো দাবি করেনযে, খোলা ট্রাকে ঝালকাঠিতে পণ্য বিক্রির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে আরো কম মূল্যে যাতে দরিদ্র মানুষেরা পণ্য পেয়ে- অন্তত আলু ভর্তা দিয়ে ভাত খেতে পারে তার ব্যবস্থা করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।

ক্যাব ঝালকাঠির সিনিয়র  সহ-সভাপতি জনাব মু. আল আমীন বাকলাই, আনোয়ার হোসেন আনু, এস এম হুমায়ুন কবীর, জাহাঙ্গীর হোসেন, প্রশান্ত দাশ হরি, কে এম জুয়েল, কবিতা হাওলাদার, দীপু দাস, সোনিয়া আক্তার সহ অনেকেই এতে বক্তব্য রাখেন। আয়োজিত মানববন্ধনে প্রায় শতাধিক ভোক্তা উপস্থিত ছিলেন। 

Leave a Reply