রফিকুল ইসলাম(নান্দাইল) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা চত্বরে অমর একুশে বইমেলা সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজুল আলম মাসুম ফীতা কেটে বই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও একাডেমীক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক মোশফিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী নাজিমউল্লাহ লিটন, সিনিয়র মৎস্য অফিসার শাহিনা নাজনীন,,নান্দাইল বই পড়া আন্দোলনের সভাপতি এনামুল হক বাবুল,কবি ও কথা সাহিত্যিক বেগম রোকেয়া,কলামিস্ট সাইদুর রহমান,সাংবাদিক আকরাম হোসেন, সমাজ রুপান্তর সাংস্কৃতি সংঘের সভাপতি এ হান্নান আল আজাদ সহ প্রমুখ।
এসময় দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্টলের প্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।