নরসিংদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক-৪


নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী সদর উপজেলাধীন কাঠালিয়ায় পাওয়ারলুম মালিক  শ্রমিকদের বাগবিতণ্ডায় মালিককে পিটিয়ে হত্যা করা অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ইউনিয়নের কৌলাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাওয়ারলুম মালিক ওই গ্রামের আলকাছ মিয়ার ছেলে নুর মোহাম্মদ(৪৫)। ওসি মোহাম্মদ নজরুল ইসলাম আরও জানান, খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে প্রেরণ করেছেন।


এঘটনার সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে গ্রামবাসীর সহযোগিতায় ৪জন পাওয়ালুম শ্রমিককে আটককরে থানায় নিয়ে আসা হয়েছে। এখনো কোন মামলা হয়নি। তবে তিনি আটককৃতদের নাম তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।

Leave a Reply