দুমকী থেকে উপহার নিয়ে,লক্ষ্মীপুরে বন্যার্তদের পাশে শিক্ষার্থীরা

দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :

দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্থ লোকজনের জন্য খাদ্য সামগ্রী নিয়ে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সাধারণ শিক্ষার্থীদের একটি টীম লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।


গতকাল রাত সাড়ে ১০ টার দিকে ৩’শত বন্যার্ত পরিবারের জন্য এ শুকনা খাবারের প্যাকেট নিয়ে একটি ট্রাক যোগে রওনা করা হয়েছে। প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, চিড়া,পানি, ইত্যাদি। এছাড়াও গনচুলা তৈরি করে রান্না করা খাবার আগামী ৭ দিন বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।

৭ সদস্য বিশিষ্ট টীমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন কে. এম ওহিদ জামান তন্ময় , আমিনুল ইসলাম ইফতি, আমিনুল ইসলাম মৃধা, রায়হানুল ইসলাম, বায়েজিদ, আরাফাত, আশিক, নাইম প্রমুখ। জানা যায়, দুমকি উপজেলার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি টিমে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন স্থানের সর্বস্তরের লোকজনের কাছ থেকে অনুদান সংগ্রহ করে তারা।

এতে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৫০০’শত কেজি চাল, ব্যবহার উপযোগী কাপড়, ঔষধ, স্বাস্থ্য বিষয়ক স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহয়তা করছে উপজেলাবাসী। এসব শিক্ষার্থীরা জানান, বন্যার্তদের সহায়তার জন্য উপজেলাবাসীর কাছে দ্বারস্থ হলে কেউ খালি হাতে ফেরায় নি। সকলেই যে যা পেরেছে তা দিয়ে সহয়তা করেছে।

আসলে সকলের ঐক্য নিয়ে কাজ করলে সে কাজ অতি সহজ হয়। সকলের দোয়া ও শুভকামনা চেয়ে শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের এ শ্রম যেন আল্লাহ কবুল করেন। আগামীতেও দেশের যে কোন দুর্যোগে দুমকী উপজেলার সাধারণ শিক্ষার্থীরা সকলের পাশে থাকবে।

Leave a Reply