দুমকীতে গাজা সহ একজনকে আটক করেছে পুলিশ

দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউপির ৯ নং ওয়ার্ডের চর বয়রা গ্রামের আব্দুল মাজেদ খানের ছেলে মোহাম্মদ শোয়েব খান( ২৫) কে আটক করেছে দুমকি থানা পুলিশ গাজা সহ আটক করার পরে দুমকি থানায় নিয়ে আসে, পরে পটুয়াখালী কোর্টে প্রেরণ করে, জানা যায় শোয়েব খান দীর্ঘদিন এ গাজার ব্যবসার সাথে জড়িত শোয়েবের পিতা বিডি আরে চাকরি করতো শোয়েব লেখাপড়া করত শোয়েবের মা তালতলী বাজারে বাসায় বসে টেইলারিং কাজ করে। গতকাল এ শোয়েব কে সন্ধ্যায় গাজা সহ আটক করে।

Leave a Reply