দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষোধের চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা সুক্কুরকে অপসরনের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
জানা গেছে ১৮ আগষ্ট রবিবার ১১ টায় আংগারিয়া ইউনিয়ন পরিষোধের সামনে এলাকার সেবা প্রত্যাশি জন সাধারন পরিষোধের সামনে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে স্লোগান ছিল- ভুয়া মুক্তিযোদ্ধা, অনুপস্থিত চেয়ারম্যানের অপসরনের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলে বক্তব্য রাখেন মো. ইউনুস আলী মৃধা, মো. শাহিন মেম্বর, মো. মিজান মেম্বর প্রমুখ।
আংগারিয়া ও মুরাদিয়া চেয়ারম্যানদ্বয় ৫ আগষ্ট থেকে অদ্য ১৮ আগষ্ট পর্যন্ত গা ঢাকা দিয়ে অনুপস্থিত রয়েছেন বলে সচিব এবং নয় জন ইউপি সদস্য স্বাক্ষরিত দুটি ইউনিয়ন পরিষধের কাগজ পাওয়া গেছে।