দিনাজপুর হিলি প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হিলিতে কলা চাষের উপযোগী জমি থাকায় বাড়ছে কলার আবাদ। এখানকার উৎপাদিত কলা স্থানীয় চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে বিভিন্ন জেলায়। কৃষকেরা বলছেন, কলা আবাদে খরচ কম, ভালো ফলন ও দাম ভাল পাওয়ায় কলা চাষে ঝুঁকছেন তারা। আজ উপজেলা কৃষি বিভাগ বলছে, এই উপজেলার মাটি কলা চাষের উপযোগী হওয়ায় ভাল ফলন হচ্ছে। এতে লাভবান হওয়ায় দিন দিন কলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
হাকিমপুর উপজেলার মাধবপাড়া গ্রামের কলাচাষি মো. শাহিনুর ইসলাম বলেন, আগে বলা হতো ধান, লিচু, আমের জেলা দিনাজপুর। তবে এখন দিনাজপুরের হিলিতে দিনদিন বাড়ছে কলার আবাদ। উপজেলায় উঁচু জমি, ফলন ও দাম ভালো পাওয়ায় কলার আবাদে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা।
আরেক ক্রেতা মো.আবু জাফর বলেন, কয়েক বছর আগেও হিলির কৃষকরা কলা আবাদে মনোযোগী ছিলেন না। বর্তমানে কম খরচে বেশি লাভের কারণে কলা আবাদে ঝুঁকছেন কৃষকেরা।
আবু জাফর আরও বলেন, হিলিতে সবরি কলা, সাগর কলা, মালভোগসহ চিনি চাম্পা জাতের কলার আবাদ বেশি হয়েছে। কৃষকরা বাগান থেকেই বিক্রি করছেন এসব কলা। প্রতি কাদি কলা ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করছেন বাগান মালিকেরা। এবার কলার দাম ভালো পাওয়ায় খুশি কলা চাষিরা।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম বলেন, হাকিমপুর উপজেলায় উৎপাদিত কলার মান বজায় রাখতে কৃষি বিভাগ কৃষকদের সার্বক্ষণিক সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। কিভাবে আরও কলার চাষ বাড়ানো যায়। সে ব্যাপারেও পরিকল্পনা নেওয়া হয়েছে। কলা চাষে বেশি লাভ হওয়ায় এলাকার অন্য কৃষকরাও কলা আবাদের কথা ভাবছেন।