দিনাজপুরের ঘোড়াঘাটে অর্ধকোটি টাকার মাদকদ্রব্যসহ ২ জন গ্রেফতার

মোঃওয়াজ কুরনী
দিনাজপুর হিলি প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ হাজার পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করছে থানা পুলিশ। জব্দ করা এসব ট্যাবলেটের স্থানীয় বাজারমূল্যে প্রায় অর্ধকোটি টাকা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার সময় উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া রাস্তার রনি করাত কলের সামনে থেকে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ।

এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ২২ হাজার পিচ টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) এবং অপরজন ঘোড়াঘাট উপজেলার মিতালী গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আখিনুর মিয়া (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ঘোড়াঘাটের উপর দিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট নিয়ে যাবে মাদক ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার কামদিয়া রাস্তার উপর তল্লাশি চালায় থানা পুলিশ। সেখানে সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস টাপেন্টাডল জব্দ ও আসামিদের গ্রেফতার করে পুলিশ।

এবিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেফতার আসামি দুজন দীর্ঘদিন যাবত মাদকের জমজমাট ব্যবসা করে আসছে। তারা খুচরা এবং পাইকারি এই দুইভাবেই মাদক বিক্রি করে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ১৮ ডিসেম্বর (বুধবার) দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply