দাগনভূঞার ৩নং পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টার

দাগনভূঞার ৩নং পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ১৬ নভেম্বর বিকেলে আমুভূঞার হাট দাখিল মাদ্রাসা মাঠে পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সোনাগাজী- দাগনভূঞা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, ঢাকা মহানগর সহ- সেক্রেটারী ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক,বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামী আমীর, ফেনী জেলা শুরা সদস্য ও লেখক গভেষক মাওলানা গাজী ছালেহ উদ্দীন, উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, বিশেষ অতিথি ছিলেন মঈনুল ইসলাম যোবায়ের, হাসান আল মাহমুদের সঞ্চলনায় বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল মতিন ভূঞা, শ্রমিক নেতা মনির হোসেন প্রমুখ।

Leave a Reply