টঙ্গীতে আধিপত্য বিস্তার ও মাদকবিক্রিতে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে আহত

 

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় মাদক ব্যবসাকে আধিপত্য বিস্তার কেন্দ্র করে মাদক বিক্রিতে বাধা দেওযায় বাবু নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গত ২৫ সেপ্টেম্বর গাজীপুর মহানগর এলাকার টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বাবুর ভগ্নিপতি মোঃ শাহাদাৎ হোসেন মোল্লা ওরফে বকুল (৫৬) ১৩জনকে আসামি ও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় এজহারকৃত আসামিরা হলেন, টঙ্গী পূর্ব থানাধীন মিরাশপাড়া এলাকার মোমিন সরদার ছেলে মিনার (৩০), টঙ্গী পূর্ব থানাধীন পাগার (আলেরটেক) এলাকার আব্দুল হামিদের ছেলে, রাসেল (২৮), টঙ্গী পূর্ব থানাধীন মিরাশপাড়া এলাকার আজিজুরের ছেলে, মামুন (২২), টঙ্গী পূর্ব থানাধীন পাগার (আলেরটেক) এলাকার নূর ইসলামের ছেলে কাইল্লা আবুল (৩৪), পাগার (আলেরটেক) এলাকার নূর ইসলামের ছেলে নূর হোসেন (৩৬), পাগার (আলেরটেক) এলাকার অহিদের ছেলে জাহিদ (২২),পাগার (আলেরটেক) এলাকার ফারুকের ছেলে ইমন (২৪), পাগার (আলেরটেক) এলাকার রহমত আলীর ছেলে বাবর আলী (২৫), পাগার (আলেরটেক) এলাকার পিতা- অজ্ঞাত, শামীম টোকাই (২২), পাগার (আলেরটেক) এলাকার পিতা- অজ্ঞাত, তমাল (২৪), পাগার (আলেরটেক) এলাকার পিতা- অজ্ঞাত, শরীফ (২৪), পাগার (আলেরটেক) এলাকার পিতা- অজ্ঞাত খলিল (২৭), বাবু (২৭)পিতা- অজ্ঞাত, টঙ্গী নতুন বাজার চাউল ব্যবসায়ী, অজ্ঞাতনামা আরও ৭/৮ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গী পূর্ব থানাধীন ৪৩ নং ওয়ার্ড পাগাড় আলেরটেক মসজিদ রোড জনৈক ফাতেমার বাড়ীর সামনে পাকা রাস্তার
সামনে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তরা বাবুকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বাবুর ভগ্নিপতি শাহাদাত জানান, কিছুদিন ধরে মাদক ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। মাদকের বিরুদ্ধে কথা বলায় বাবুর সঙ্গে মাদক ব্যবসায়ী মামুনের সাথে
বিরোধ চলছিল। মামুনের নেতৃত্বে বেশ কয়েকদিন যাবৎ বাবুকে হুমকি দিয়ে আসছিল ।


তারই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে আটটায় পাগাড় আলেরটেক এলাকায় মামুন ও তার সঙ্গীরা বাবুকে পথরোধ করে হত্যার উদ্দেশ্যে মারধর করে ও গুরুত্বর জখম করে। মারধর করে যাওয়ার সময় ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতংক সৃষ্টি করে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি এসএম মামুনুর রশীদ বলেন, এ ব্যাপরে থানায় মামলা হয়েছে । তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply