বিল্লাল হুসাইন
ঝিকরগাছার গঙ্গানন্দপুরে সাবেক শিবির ও যুবকদের নিয়ে দিনব্যাপি টিএস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (১৯ ডিসেম্বর)সকাল ১০ টার দিকে গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন সাবেক শিবিরের আয়োজনে এ টিএস অনু্ষ্ঠিত হয়।
গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও শিবিরের যশোর জেলা পশ্চিমের সাবেক সভাপতি মাও. তরিকুল ইসলামের সঞ্চালনায়
সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ঝিকরগাছা-চৌগাছা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও. আরশাদুল আলম।
তিনি বলেন, ইকামাতে দ্বীনের কাজের জন্য সংঘবদ্ধ হওয়া জরুরি, সংগঠনভূক্ত হওয়া জরুরী। তাই অধিক সংখ্যক জনগণের কাছে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছাতে হবে, সমাজের কোন ঘর যেন জামায়াতে ইসলামীর দাওয়াত থেকে বঞ্চিত না হয়। এজন্য সংগঠনের সকল স্তরের জনশক্তিকে আশপাশের প্রত্যেক বাড়িতে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছানোর আহবান জানান তিনি।
এসময় ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাও. আব্দুল আলীম,নায়েবে আমির অধ্যাপক হারুন-অর রশিদ,ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।