ঝিকরগাছার বড়পোদাউলিয়া দাখিল মাদ্রাসার নিয়োগে ২০ লক্ষ টাকা সভাপতি সহ চার নেতার আত্মসাৎ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সেলিম আহম্মেদ,যশোর প্রতিনিধিঃ


ঝিকরগাছা বড়পোদাউলিয়া দাখিল মাদ্রাসার সভাপতি জাহান আলীসহ তার সহযোগিদের বিরুদ্ধে ৪ পদে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

নিয়োগের নামে বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসি ও মাদ্রাসার শিক্ষকরা।

রোববার (২৫ আগষ্ট) বেলা ১২ টার দিকে বড়পোদাউলিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মাদ্রাসার সহকারি সুপার আলমগীর কবির জানান,নিয়োগের সময় তিনি প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্বে ছিলেন।প্রতিষ্ঠানের সভাপতি জাহান আলী কতৃক ৪ টি পদে নিয়োগের সময় হঠাৎ একদিন তৎকালিন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম আমাকে ফোন দিয়ে উপজেলায় যেতে বলে। তিনি সেখানে গেলে সভাপতি জাহান আলীর উপস্থিতিতে নিয়োগ আজই হবে বলে সাফ জানিয়ে দেন। বাধ্য হয়ে আমাকে সেটা মেনে নিতে হয়েছে বলে তিনি জানান।

অনুসন্ধানে জানাযায়,আ.লীগের গত ১৫ বছরে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানে দলীয় ক্যাডাররা সভাপতি হিসেবে নিয়োগ পেয়ে এসেছে।সর্বশেষ আ.লীগ নেতা জাহান আলী সভাপতি হিসেবে দায়িত্ব পান। মাদ্রাসা সুপার ও নৈশপ্রহরিসহ ৪ টি পদে ২০২৩ নিয়ম বহির্ভুতভাবে নিয়োগ দেন সভাপতিসহ তার সহযোগি গংরা।এসময় প্রতিষ্ঠান উন্নয়ন করার নামে তাদের কাছ থেকে নেওয়া হয় ২০ লক্ষ টাকা।সেই টাকা প্রতিষ্ঠানে না দিয়ে চলে যায় সভাপতি জাহান আলী, তৎকালিন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ওয়ার্ড আ,লীগ সভাপতি জাহান আলী ও আ.লীগ নেতা কবিরুজ্জামান মিঠুর পকেটে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শিক্ষকরা ও এলাকাবাসি।

নিয়োগ প্রাপ্ত সুপার শাহাদাত হোসেন জানান,তাকে নিয়োগ দেওয়ার আগে ৪ লক্ষ টাকা দাবি করা হয়েছিলো এবং তা এক সপ্তাহের মধ্যে দিতে হবে বলে জানান। কিন্তু তিনি ৩ লক্ষ টাকা দিতে রাজি হয়েছিলেন।এক পর্যায়ে শাহাদাত ৩ লক্ষ টাকা নিয়ে সভাপতি জাহান আলী,  ওয়ার্ড আ.লীগ সভাপতি জাহান আলী ও আ.লীগ নেতা কবিরুজ্জামান মিঠুর কাছে জমা দেন।পরবর্তিতে ঐ প্রতিষ্ঠানে যোগদানের পর তিনি জানতে পারেন নিয়োগের একটা টাকাও প্রতিষ্ঠানে জমা পড়েনি। সব টাকা ঐ তিন জনের পকেটে চলে গেছে ।তিনি তাদেরকে আইনের আওতায় এনে প্রতিষ্ঠানের উন্নয়ন স্বার্থে অর্থ ফেরত পুর্বক বিচারের দাবি জানান।

এছাড়া অপর তিনটি নিয়োগ নৈশ প্রহরী, সিকিউরিটি ও আয়া পদে আলামিন, সাবিনাকে নিয়োগ দিয়ে প্রায় ২০ লক্ষ টাকা তৎকালিন ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সভাপতি জাহান আলী, আ.লীগ সভাপতি জাহান আলী ও কবিরুজ্জামান মিঠুর বিরুদ্ধে আত্বসাতের অভিযোগ উঠেছে সংবাদ সম্মলনে।

এসময় সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন,শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির জামিরুল ইসলাম,সেক্রেটারী ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন সহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।

Leave a Reply