আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র
সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুসহ ৪১ জনের নামে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি নেতা মিনার মাহমুদ জুয়েল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো. মনিরুজ্জামান
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে
লিপিবদ্ধ করার নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, বিএনপিকে নেতৃত্বশূন্য করার অসৎ উদ্দেশ্যে আমির
হোসেন আমুর নির্দেশে সন্ত্রাসী বাহিনী ২০২২ সালের ৭ আগস্ট ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সামনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ওপর অতর্কিত হামলা করে।
সন্ত্রাসীরা তাঁর গাড়ি
ভাঙচুর ও তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। ঘটনার সময় আতঙ্ক সৃষ্টির জন্য
আসামিরা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বিএনপি নেতাকর্মীরাসহ স্থানীয়
পথচারীরাও বোমার স্প্রিন্টারে আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় আমির হোসেন আমুসহ ৪১ জনের নামে মামলা করা হয়েছে। মামলার বাদী মিনার মাহমুদ জুয়েল
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের ছোট ভাই।
মামলার বাদী মিনার মাহমুদ জুয়েল বলেন, রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না
থাকায় এতো দিন মামলা করতে পারিনি। আসামিরা আমার ভাইসহ বিএনপি নেতাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। হামলায় আমার ভাইসহ অসংখ্য
নেতাকর্মী আহত হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মামলার কাগজ এখনো হাতে পাইনি। হাতে পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া
হবে।
আসামীদের নামের তালিকা নিম্নরুপঃ-
1.আমির হোসেন আমু,2.ব্যারিস্টার এস মিজানুর রহমান, 3.শাহাবুদ্দিন সরু মিয়া, 4. কেসব সুমন, 5. মোহাম্মদ কাইয়ুম, 6. আলফি শাহারুন শুভ, 7.আব্দুল্লাহ আল মাসুদ মধু, 8.তরিকুল ইসলাম পারভেজ, ০9.মহিদুল ইসলাম মিশুক, 10. তৌহিদুল ইসলাম, 11. মোহাম্মদ তামিম, 12. সহিদুল ইসলাম, 13. জহিরুল ইসলাম সুমন,14. ওয়াদুদ সিকদার, 15. জামাল শরীফ, 16. রুবেল হাওলাদার, 17.শফিকুল ইসলাম শফিক, 18. আলফি মহিউদ্দিন, 19. খান রেজবি সাব্বির, 20. রেজাউল করিম জাকির, 21. আতিকুল ইসলাম হৃদয়, 22. রেজাউল করিম সুজন, 23. শান্ত জেলেপাড়া, 24. রাহাত মোল্লা, 25. জিসান, 26. পরাগ, 27. রিয়াজ খান, 28. সাব্বির খান, 29. মাইনুল খান, 30. জুয়েল মিয়া, 31. রাজু খলিফা, 32. রাসেল মাঝি, 33. শাহীন হাওলাদার, 34. অপু হাওলাদার, 35. জয় হাওলাদার, 36. খোকন, 37. রাকিব জেলে পাড়া, 38. উজ্জল জেলে পাড়, 39. আরমান, 40. সাজ্জাদ ও 41. বেলায়েত হোসেন।