আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে তার সভাকক্ষে ১৮ ডিসেম্বর-২০২৪ ইং গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলার সকল পার্ক, মাঠ ও উন্মুক্ত স্থানে খেলাধুলা, হাটা,শরীরচর্চা বৃদ্ধিতে সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ঝালোকাঠি ইকোপার্ক , নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি- বেলা’র নেটওয়ার্ক সদস্য মু আল আমীন বাকলাই, আয়োজক ও সাংবাদিক খলিলুর রহমান, সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, সুজন সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, এডাব সভাপতি রুনু মনির, ইকোপার্ক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান সোহেল, উপজেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ। ইকোপার্ক, নদী ও খাল রক্ষা কমিটির সভাপতি মু আল আমীন বাকলাই সূচনা বক্তব্যে বলেন ঝালকাঠি ইকোপার্ক জনসাধারণের খেলাধুলা, হাটা, শরীরচর্চার জন্য আশীর্বাদ- কিন্তু বিগত মেয়র ও তার পুত্র মনির তালুকদার জালজালিয়াতি কাগজপত্র তৈরি করে এটি দখলের পায়তারা করছে। ঝালকাঠি ডিসি পার্কটি ফিরোজা আমির হোমিও কলেজর নামে জোর করে দখল করেছে সাবেক এমপির নির্দেশে।
পৌর পার্কটি নদী ভাঙ্গনে বিলীন হতে বসেছে। শিশু পার্কটিতে বর্তমানে শিশুদের জন্য স্থাব নেই। বিভিন্ন স্কুলের মাঠে স্থানীয় লোকদের দখল ও তালাবদ্ধ থাকায় তা ছাত্রছাত্রীরা ছুটির পর ব্যবহার করতে পারেনা। এডাব সভাপতি রুনু মনির বলেন ঝালকাঠি উদ্বোধন স্কুলের খেলার মাঠে খেলাধুলার জন্য উন্মুক্ত না থাকায় বখাটেদের আড্ডা হয় এখানে, সাইক্লোন সেন্টার নির্মাণ করায় মাঠ সংকুচিত হয়ে ব্যবহার অনুপযোগী হচ্ছে। শিক্ষা অফিসার গোলাম রহমান বলেন মাঠ উন্মুক্ত থাকলে পাহারার সমস্যা হয়, এই বিষয়ে তিনি পদক্ষেপ নিবেন। সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু বলেন প্রাইমারি ও হাই স্কুলের মাঠ সমূহ ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত রাখতে হবে, প্রয়োজনে অভিভাবকদের ও স্থানীয় কমিটির সাথে মিটিং করতে হবে।
সভার আয়োজক কমিটির পক্ষে কোঅর্ডিনেটর সাংবাদিক খলিলুর রহমান বলেন দেশে শিশুরা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে, প্রায় ১৮ হাজার শিশু ডায়াবেটিস আক্রান্ত। ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা, স্ট্রোক প্রভৃতির অন্যতম কারন মাঠ না থাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারহানা ইয়াসমিন বলেন মাঠ না থাকা একটি কারণ, শিশুরা মোবাইলে আসক্ত ও প্রাইভেট পড়ার কারণে শরীর চর্চায় সময় পায় না। মাঠগুলির খোঁজখবর নিয়ে যাতে তা খেলার জন্য উন্মুক্ত থাকে এই বিষয়ে তিনি পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দেন।