জয়পুরহাটের পাঁচবিবিতে ১০৮০ বোতল নকল সিনকারা সিরাপ সহ ১জন আটক

জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট পাঁচবিবিতে হামদর্দ কোম্পানির নামে ভেজাল সিনকারা ঔষধ বিক্রি হতো অনেক আগে থেকেই।

পাঁচবিবি উপজেলা তিন মাথার লাঙ্গল হাটি রাস্তার পশ্চিম পাশে হামদাদ ল্যাবটরীতে অনেক দিন যাবত

নিম্নমান সহকারি হিসেবে কাজ করে আসতেছেন রনজুরুল ইসলাম পঞ্চগড় বোদা উপজেলার

সরদার পাড়ার গ্ৰামের মোঃ হায়দার আলীর ছেলে।

পাঁচবিবি উপজেলার হামদার্দ কোম্পানির যারা মার্কেটিং করে তারা গত কয়েক দিন পূর্বে জানতে পারে

তাদের কোম্পানির নামে কে বা কাহারা রাতের অন্ধকারে সিনকারা সিরাপ টি

নকল পেকেট ও সিনকারা ঔষধ টি বাজার জাত করণ করছেন।

এতে করে মার্কেটিং দের অনেক কথা শুনতে হয় সাধারণ জন গণের কাছ থেকে।

এমন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জোনাল ম্যানেজার ও সরকারি পরিচালকের সহযোগিতায়

এই ভেজাল ঔষধ গুলো আটক করতে সার্থক হয়।

গত পহেলা ডিসেম্বর রাত দশ টার দিকে হামদর্দ কোম্পানির সহকারি পরিচালক ও জয়পুরহাট

জেলার জোনাল ম্যানেজার হাসান ইমাম মোল্লা সহ পাঁচবিবির অফিস পরিচালনা করার পর

রঞ্জরুল ইসলামের নামে পাঁচবিবি থানায় একটি এ জাহার দায়ের করা হয়।

এজা হারের ভিত্তিতে ২/১২/২৪ ইং অদ্য রাত ১ টায় পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কাওসার আলীর নেতৃত্বে

রনজুরুল ইসলাম কে গ্রেফতার করে ৪৫০ মিলি ১০৮০ পিচ সিনকারা

ভেজাল যুক্ত বোতল ও ৭৫০ পিচ ১০০ মিলি অরিজিনাল খালি বোতল উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

এই মামলার আয়ু এস আই মোঃ আব্দুল্লাহ আল মাসুম বলেন রনঞ্জুল ইসলাম

অনেক দিন ধরে এই অপকর্ম গুলো করে আসতে ছিলো ঢাকায় তার এক বন্ধুর কাছ থেকে

এই সিনকারা সিরাপের সিল ও খালি বোতল নিয়ে আসতো পাঁচবিবিতে এনে

অরিজিনাল সিনকারা ১০০ মিলি বোতল খুলে একটি প্রাত্রের মধ্যে রেখে তার মধ্যে চিনির সিরা মিশিয়ে ৪৫০ মিলি বোতল বাজার জাত করন করতো।

এবং তার বিরুদ্ধে হামদদ কোম্পানির স্টক ওষুধ বিক্রির প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে

এবং সে তার হামদার্দ কোম্পানির অফিসের উপরে দোতলা বাসা ভাড়া নিয়ে অপকর্ম করতো এই নিম্নমান সহকারী রনজুরুল ইসলাম।

Leave a Reply