জয়পুরহাটের পাঁচবিবিতে মাওলানা রেজুওয়ান মহাব্বতপুরীর জানাজায় মুসল্লীদের জনস্রোত

জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি

উত্তরবঙ্গের প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা ইব্রাহিম মহব্বতপুরী পীর সাহেবের তৃতীয় সাহেব জাদা মাওলানা রেজুওয়ান আলী (৬৫) এর নামাজে জানাজার নামাজ হাজার হাজার মুসল্লীর উপস্থিতে অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট বুধবার দুপুর ২টায় মহব্বতপুর নিজ বাসভবন সংলগ্ন আমিনিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তিনি ২৭ আগস্ট রাত ৮টায় অসুস্থ্যতা জনিত কারণে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে এক স্ত্রী ১ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তিনি তার বাবার প্রতিষ্ঠিত মহব্বতপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছিলেন।

মরহুমের জানাজায় স্মৃতিচারণ করেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডঃ মাওলানা ফজলুর রহমান সাঈদ, জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।

পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্ট আলেমগণ। পরে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Reply