মোঃ আলাউদ্দিন লিংকন স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজার সংলগ্ন কাশিপুর রোডে অবস্থিত ঐতিহ্যবাহী ছাতারপাইয়া আইডিয়াল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন সহকারী, অধ্যক্ষ মোঃ কেফায়েত উল্ল্যাহ, ক্রীড়া পরিচালনা কমিটির উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল করিম, মোঃ বেলায়েত হোসেন, দিল মোঃ রূপক, মোঃ মুজাহিদুল ইসলাম।
সাংস্কৃতিক পরিচালনা কমিটিতে ছিলেন সহকারী শিক্ষক হাফেজ সেলিম, মোঃ কবির হোসেন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা দ্বীন ইসলাম সহ অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ উক্ত অনুষ্ঠানে ১৬টির টিরও বেশি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, খেলাগুলো হলোঃ ৫০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, ১০০ মিটার অংক দৌড়, বল নিক্ষেপ, শব্দ খুঁজে বের করি,১০০ মিটার বিস্কুট দৌড়,চামুচে মার্বেল দৌড়, (ভারসাম্য দৌড়), সই সুতা দূর, ঝুড়িতে বল নিক্ষেপ, দীর্ঘ লাফ,আন্ত ক্লাস ক্রিকেট ম্যাচ, কোরআন তেলোয়াত,হামদ/ নাথ, কবিতা আবৃতি, উপস্থিত বক্তব্য, চিত্রাংকন।