চাপারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট :

মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। 

লালমনিরহাটের চাপারহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মার্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সমবার(১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথেই কালীগঞ্জ উপজেলার চাপারহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কালীগঞ্জ উপজেলা বি এন পির আহবায়ক, চন্দ্রপর ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ,চন্দ্রপুর যুবদল, সেচ্ছা সেবক দল,শ্রমিক দল,ছাত্র দল, চাপারহাট ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এসময় এক মিনিট নিরবতা পালন করে শহীদদের স্মরণ করা ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

এর পর সকাল ৯ টায় চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বন্যাঢ র ্যালী বের হয়ে চাপারহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। পরে আলোচনা অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কালীগঞ্জ উপজেলা বি এন পির আহবায়ক, চন্দ্রপর ইউনিয়নের তিনবারের সফল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,চন্দ্রপুর ইউনিয়ন বি এন পির সভাপতি আক্কেল আলী মাষ্টার,  চাপারহাট মহিলা কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ আহমেদ, চাপারহাট বহু মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিতেন্দ্র নাথ সিংহ, চাপারহাট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোফখায়রুল ইসলাম মিন্টু,চন্দ্রপুর ইউনিয়ন যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক,সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। 

Leave a Reply