মোঃ ফরহাদ হোসেন :-
রোজ শুক্রবার ১৫ই নভেম্বর বিকালে নগরীর ৭নং ওয়ার্ড কোনাবাড়ীতে অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপর সভাপতি শওকত হোসেন সরকার।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহান পাঠান। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি’র অঙ্গ সংগঠন, স্থানীয় নেতৃবৃন্দ ও সুনামধন্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপর সভাপতি শওকত হোসেন সরকার, বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল অপশক্তিকে মোকাবেলা করতে হবে। দেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারি, বেসরকারি অফিস, দোকানপাট, মিল কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি, শ্রমিক, বাড়ি-ঘরসহ রাষ্ট্রীয় সম্পদ কেউ যেনো ভাঙচুর এবং ক্ষতি করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। দেশের সম্পদ আমাদের সকলের সম্পদ। তাই আমাদেরকেই দেশের সম্পদ রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপিতে অনুপ্রবেশ করে কেউ যেন দখলদারি ও অন্যায় করে বিএনপির দুর্নাম করতে না পারে এদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।