বগুড়া বিশেষ প্রতিনিধিঃ
দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর উদ্যোগে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষীপুর, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার বন্যা কবলিত মানুষের মাঝে একবেলা খাবার ও সুপেয় পানি সরবরাহের কার্যক্রম শুরু করা হয়েছে।
বন্যা কবলিত এলাকায় অবস্থিত গাক’র ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালিত ৭টি শাখার মাধ্যমে ২১০০০ মানুষকে একবেলা খাবার ও সুপেয় পানি সরবরাহ করার লক্ষ্যে গতকাল ২৪ আগস্ট হতে জরুরি ত্রাণ বিতরণ শুরু করা হয়। বিগত ২দিনে দূর্গত এলাকায় প্রায় ৭ হাজার মানুষের মাঝে একবেলা খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ আগস্ট (রবিবার) সংস্থার লাকসাম শাখার আওতায় জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রম অংশগ্রহণ করেন হজ্বকিল মোঃ আবু হাসান, পরিচালক মনিটরিং এন্ড রিভিউ, গাক। মোঃ আবু রায়হান মিয়া, পরিচালক মাইক্রোফাইন্যান্স (এসএমএপি), গাক।
মোঃ আবজাল হোসেন, ক্রেডিট কো-অর্ডিনেটর মাইক্রোফাইন্যান্স (এসএমএপি) ঢাকা ডিভিশন, গাক। মো: জিয়াউদ্দিন সরদার, সহকারী পরিচালক, (কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন) গাক সহ সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। আগামী ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত ৪ জেলার বন্যা কবলিত এলাকায় খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম চলমান থাকবে বলে গাক’র উর্ধতন পর্যায় হতে জানানো হয়।