খুলনার আলোচিত তহশিলদার জালাল হাওলাদার

 

রাজু আহমেদ খুলনা ব্যুরো চীফ

খুলনা নগরীর দৌলতপুর ভূমি অফিসের সহকারি তাফসিলদার জালাল হোসেন হাওলাদার।
কিছুদিন যাবত বিভিন্ন জাতীয় পত্রিকায় উঠে আসছে তার দুর্নীতির চিত্র।

সেখানে বলা হচ্ছে ভুয়া ঠিকানা দিয়ে ও তার সাবেক শ্বশুর
বাকি তালুকদারের রাজনৈতিক প্রভাবে চাকুরী পেয়েছিলেন এই দুর্নীতিগ্রস্ত তহসিলদার জালাল।
বাকি তালুকদার খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের আপন ভাতিজা।
একাধিক পত্রিকার ভাষ্যমতে এই দুর্নীতির বর পুত্র জালাল হোসেনের রয়েছে দেশের বিভিন্ন স্থানে একাধিক সম্পদ এর পাহাড়।

তার নামে অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে একজনের পর্চা অন্যজনের নামে করিয়ে দিতেন তিনি এবং টাকা ছাড়া জমি সংক্রান্ত কোন কাগজই সই করতেন না তিনি।
আওয়ামী সরকার দলীয় বড় পদ ধারি নেতা থেকে শুরু করে আইনশৃঙ্খলার ঊর্ধ্বতন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সাথে এই জালালের রয়েছে নিবিড় সম্পর্ক।


এসকল বিষয় অভিযুক্ত দৌলতপুর ভূমি অফিসের সহকারি তহশিলদার জালাল হোসেনের কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন তার বিরুদ্ধে যে সকল অপপ্রচার চালানো হচ্ছে সেগুলোর সাথে তার কোন সম্পৃক্ততা নেই তাকে হেনস্থল করার জন্য তার প্রতিপক্ষ এগুলো করছে ও গ্রামে তাদের নিজস্ব সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরেই তাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন ও চাকরিচ্যুত করার জন্য তার চাচাতো ভাইয়েরা এ সকল অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন এবং এসকল বিষয় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেছেন তিনি।

Leave a Reply