মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা প্রতিনিধি
মাদক মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে তাদের ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় প্রদান করেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বাগেরহাটের রামপাল নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলা গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন ও পিরোজপুর মঠবাড়িয়া এলাকার বাবুল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালে ১৬ এপ্রিল দুপুরে র্যাব-৬ খুলনার একটি ইউনিট অভিযান চালিয়ে নগরীর চানমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালত চার জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। রায় ঘোষণাকালে আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।