খালিয়াজুরীতে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত

 


সৈয়দ সময় , নেত্রকোনা :

নেত্রকোণা জেলার খালিয়াজুরীতে ছেলের লাঠির আঘাতে বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত জাহেদ আলী (৬৫) উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। অভিযুক্ত ছেলে হচ্ছেন, জুয়েল মিয়া (২৮)। রোববার সন্ধ্যায় নিজেদের বাড়িতে এই ঘটনা হয়।

স্থানীয়দের বরাতে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান,সন্ধ্যায় জাহেদ আলী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছেলে জুয়েল বাবার কাছে টাকা চায়। তখন বাবা জাহেদ আলীর হাতে টাকা না থাকায় ছেলেকে টাকা দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল তার হাতে থাকা লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে। তখন ঘটনাস্থলেই মারা যান জাহেদ আলী।

প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত জুয়েল মাদকাসক্ত। ঘটনার পরপর খবর পেয়ে লেপসিয়া বাজারের পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর সিরাজুল হক ঘটনাস্থলে যান। অভিযুক্ত জুয়েল মিয়াকে আটক করেন ইন্সপেক্টর সিরাজুল হক।

খালিয়াজুরী থানার ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে প্রেরণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

Leave a Reply