কেন্দুয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে চেক প্রদান

সৈয়দ সময় , নেত্রকোনা :

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের হাতে চেক প্রদান করা হয়েছে ।


২৩ আগষ্ট ২০২৪ তারিখে দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সব চেক দেওয়া হয় । কেন্দুয়ার মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের নিহত আলী হোসেন ও দলপা ইউনিয়নের ভূঁইয়া পাড়া গ্রামের নিহত


জিন্নাতুল ইসলাম খোকনের পরিবার প্রতি
২৫০০০/=টাকা মূল্যের চেক প্রদান করেন
উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । নিহত আলি হুসেনের স্ত্রী ও
নিহত জিন্নাতুল ইসলাম খোকনের বোন
এ সব চেক গ্রহণ করেন । নিহত আলী হোসেনের স্ত্রী খায়রুন্নেছা বলেন ,এই চেক
পেয়ে উপকৃত হয়েছি ।

তিন টি ছোট বাচ্চা নিয়ে খুবই অসহায় হয়ে পড়েছি । কয়েক লাখ টাকার ঋণ রয়েছে আমার । ইউএনও স্যার বাচ্চাদের পড়াশোনার খরচ ও আমাকে একটি
কাজের ব্যবস্থাও করে দিবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো , আজিজুর রহমান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন ।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন , নিহতের পরিবারের হাতে চেক প্রদান করেছি ।নিহতের সংখ্যার তালিকার প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, উল্লেখিত দুইজন ছাড়া এ মুহূর্তে আর কারো নাম জানা নাই ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো , আজিজুর রহমান বলেন , বর্তমান পরিস্থিতিতে
আমাদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে । এগিয়ে যেতে সকলের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রশাসন । নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো , আজিজুর রহমান ।

Leave a Reply