হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলার মিরপুরে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুল আজিজ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল রেল ব্রিজে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পোড়াদহ ইউনিয়নের বেলগাছি এলাকার মৃত আতর মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮:৩০ মিনিটের দিকে রেললাইন পার হবার সময় ট্রেনের নিচে পড়ে ওই ব্যক্তির মারা যায়। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে কেউ চিহ্নিত করতে পারেনি। পরে স্থানীয়রা পোড়াদহ রেলওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে নিহতের ভাতিজা মুস্তাকিম বলেন, আমার চাচার মাথায় সমস্যা ছিল। শনিবার (২৮ সেপ্টেম্বর) বাড়ি থেকে রাগারাগি করে বের হলে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আজ সকাল ৯ঃ০০ টায় ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা পোড়াদহ জিআরপি থানায় এসে আমার চাচার লাশ দেখতে পাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, সাগরদাঁড়ি এক্সপ্রেস কাটা পড়ে বয়স্ক ব্যক্তিটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।